1. admin@gorbobangladesh.news : admin :
  2. farzanafarabi244@gmail.com : farzana farabi : farzana farabi
  3. hossain71rbd@gmail.com : Hossain Ahmad : Hossain Ahmad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. maripon079@gmail.com : Ripon :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের ঐক্যের মাধ্যমেই কাঙ্খিত ফলাফল ধানের শীষের বিজয় সু নিশ্চিত করবে – ডা. এজেডএম জাহিদ হোসেন মালয়েশিয়ায় এনসিপির আলোচনা সভা অনুষ্ঠিত: ছয় মাসের কর্মপরিকল্পনা গৃহীত দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে ——ড. আসাদুজ্জামান রিপন বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাননীয় রাষ্ট্রদূত সামিহ এসা জোহর হায়াতের যৌথ সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় ড্যাপ (২০২২-২০৩৫) এর সংশোধনী এবং খসড়া ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ নীতিগত অনুমোদন’ শীঘ্রই ড্যাপ (২০২২-২০৩৫) গেজেট আকারে প্রকাশিত হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আরডিএর উদাসীনতায় ভবন নির্মানের অনিয়ম এখন নিয়মে পরিনত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান সাধারণ সম্পাদক নাসিম

এক ফ্রেমে তিন খান, মিস্টারবিস্টের এক ছবিতেই তোলপাড় বলিউড

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০

বিনোদন ডেস্ক : সিনেমার ট্রেলার নয়, কোনো গানও নয়- একটি ছবিই এখন তোলপাড় করছে ইন্টারনেট দুনিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন) এমন এক কাজ করে দেখিয়েছেন, যা বহু বছরেও কোনো বলিউড পরিচালক পারেননি। তিনি এক ফ্রেমে এনেছেন বলিউডের তিন কিংবদন্তি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে।

এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। গত ১৬ অক্টোবর মিস্টারবিস্ট তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন। ফ্রেমে তাকে দেখা যায় তিন খানের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় মিস্টারবিস্টের এক লাইরে ক্যাপশন- ‘হে ভারত, আমরা সবাই মিলে কিছু করি নাকি?’

এই সংক্ষিপ্ত বাক্যটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি। ভক্তদের কেউ অনুমান করছেন, এটি হয়তো কোনো যৌথ আন্তর্জাতিক প্রজেক্টের ইঙ্গিত। কেউ মজা করে লিখেছেন, ‘মিস্টারবিস্ট এবার ইউটিউব ভার্সনে বানাবেন ‘করন অর্জুন’!

বলিউডে তিন খানকে একই ফ্রেমে দেখা সত্যিই বিরল ঘটনা। প্রায় তিন দশক ধরে তারা ভারতের বিনোদন জগতের শীর্ষে অবস্থান করছেন। একসময় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, এখন সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।

ছবিতে শাহরুখ খানকে দেখা যায়, গাঢ় রঙের স্টাইলিশ স্যুটে, সালমান খান ফরমাল পোশাকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে, আর আমির খান তার স্বকীয় লুকে কালো পাঞ্জাবি ও সাদা পায়জামায়। অন্যদিকে মিস্টারবিস্ট সাধারণ অথচ আকর্ষণীয় কালো পোশাকে দাঁড়িয়ে আছেন তাদের পাশে।

এর আগেও তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল অল্প কিছু অনুষ্ঠানে। এর মধ্যে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন। এছাড়া আমিরের ‘তারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।

ছবিটি প্রকাশের অনেকে বলছেন, এটি হয়তো এক নতুন অধ্যায়ের শুরু। যেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইউটিউবার ও বলিউডের তিন মহাতারকা একসঙ্গে কিছু করতে যাচ্ছেন।

তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো প্রজেক্ট ঘোষিত হয়নি। তবু একটি ছবিই যেন ডিজিটাল যুগে ভারতীয় সিনেমা ও বৈশ্বিক বিনোদনের সম্ভাব্য সংযোগের প্রতীক হয়ে উঠেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

© All rights reserved
Design BY POPULAR HOST BD