মোঃ আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৩১ দফার আলোকে আপনারা সম্পৃক্ত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন । যে কোন ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোন অবস্থাতেই ষড়যন্ত্র কারীরা জয়যুক্ত হবেনা। জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ। আমাদের ঐক্যের মাধ্যমেই কাঙ্খিত ফলাফল ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের স্থানীয় সূধী সমাজ,ব্যবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছেন। আজকে যারা কথা বলে- তাদের ইতিহাস ঐতিহ্য কি আছে সেটাও মনে করার চেষ্টা করবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ধরনের আপোষ করা যাবে না। আমাদের নেতা অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমাদের দলে কেউ আত্মসমর্পণ কারিও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমাদের নেতা সবসময় জনগণের পক্ষে ছিলেন। সেই থেকে আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান জনগণের পাশে আছেন, বিএনপি জনগণের পাশে আছে আগামীতেও পাশে থাকবে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মধ্য ভাগের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে কেউ কেউ প্রলম্বিত করার জন্য বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। জনগণের কাছে যাওয়ার তাদের কোন উপায় নাই এই অবস্থায় জনগণও ঠিক সেভাবে গ্রহণ করছেন না। এগুলো দেখে বিভিন্ন ভাবে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন কন্ঠে বলে দিতে চাই আল্লাহ ছাড়া কারও সাধ্য নেই যে নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রকি আহমেদ। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডা. জাহিদ হোসেন পৌরশহরের ৫ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী এবং ৬ নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী-পুরুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে উপজেলার ৪নং ইউনিয়ন সুজা মসজিদ এলাকা, ২ নং পালশা ইউনিয়ন ডুগডুগি বাজার এলাকা এবং ১ নং বুলাকীপুরে গণসংযোগ চলছিলো।
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।
১৯ অক্টোবর। মোবাইল নম্বর ০১৩১৩৩৯২২১৫।