মোঃ আব্দুর রহিম খান, ত্রিশাল প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে নিয়োজিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনের চাকরিজীবীদের উপাসনা ও ধর্মীয় আচার পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উপাসনাস্থল উদ্বোধন করা হলো।
“জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের” অধ্যায়নরত বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীবৃন্দ সকালের প্রার্থনার জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ চারুদ্বীপে নির্মিতব্য উপাসনাস্থল এর নামফলক উম্মোচনের মাধ্যমে উপাসনালয়ের শুভ উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
আজ দুপুরে বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানান। উপাসনাস্থল উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার বক্তব্য রাখেন। সনাতন ধর্মের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ, খৃষ্টান ধর্মের পক্ষ হতে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা এবং বৌদ্ধ ধর্মের পক্ষ হতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। উদ্বোধনকালে হলের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপাসনালয় হিসেবে পাশাপাশি নির্মিতব্য তিনটি ভবনের একটি সনাতন, একটি বৌদ্ধ ও একটি ভবন খৃষ্টান ধর্মাবলম্বীদের জন্য তাদের নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পরিচালনা করার জন্য নির্ধারণ করা হয়েছে।