এস এম মনিরুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কেআর কলেজ চত্বর থেকে শুরু হয়ে কলেজ গেটসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।
খলিলুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সভাপতি ইরান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আকাশ শেখ, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক ছামিয়া আফরিনসহ উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “প্রতিদিন দেশে অন্যায়-অবিচার ও রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েই চলেছে। মেধাবী ছাত্রনেতা জুবায়েদ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”
বক্তারা অবিলম্বে জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকায় প্রাইভেট পড়াতে গেলে নির্মমভাবে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে। তার মৃত্যুতে মোল্লাহাটসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।