1. admin@gorbobangladesh.news : admin :
  2. farzanafarabi244@gmail.com : farzana farabi : farzana farabi
  3. hossain71rbd@gmail.com : Hossain Ahmad : Hossain Ahmad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. maripon079@gmail.com : Ripon :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটে ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ বিনিয়োগ আকর্ষণে কোরিয়া সফরে যাচ্ছেন বিডা চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিমিত্ত ‘যৌথ ঘোষণা’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজজের সাক্ষাৎ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাসনালয় উদ্বোধন আমাদের ঐক্যের মাধ্যমেই কাঙ্খিত ফলাফল ধানের শীষের বিজয় সু নিশ্চিত করবে – ডা. এজেডএম জাহিদ হোসেন মালয়েশিয়ায় এনসিপির আলোচনা সভা অনুষ্ঠিত: ছয় মাসের কর্মপরিকল্পনা গৃহীত দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে ——ড. আসাদুজ্জামান রিপন বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

যোবায়ের হোসেন জাকির
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৫

জাবি প্রতিনিধি :

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার খুন, অপহরণ এবং ধর্ষণের ঘটনায় যথাযথ তদন্ত বা ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি সুষ্ঠু তদন্ত করা হতো এবং পূর্ববর্তী ঘটনার অপরাধীদের বিচারের আওতায় আনা হতো, তাহলে গতকাল জোবায়েদের মর্মান্তিক মৃত্যু ঘটতো না। এছাড়াও তিনি জোবায়েদ হত্যার বিচার দাবি করেন।”

যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে আইনের শাসন ভেঙে পড়েছে এবং দেশে অস্থিরতা বিরাজ করছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বিলম্ব করে সারাদেশের ঘটমান সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আপনারা যদি এ ধরনের আচরণ করতেই থাকেন তাহলে আপনাদের পরিণতিও ফ্যাসিবাদী হাসিনার মতো হবে।”

এর আগে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন একটি বাসায় টিউশন করাতে গিয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

© All rights reserved
Design BY POPULAR HOST BD